কিভাবে একটি ফেসবুক পেজ লাইক করার জন্য লোকেদের আমন্ত্রণ পাঠাবেন – How to invite people to like a Facebook Page: হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাব How to invite people to like a facebook page. আপনি জানেন কি? How to invite people to like a facebook page, আপনি জানেন কি? কিভাবে ফেইসবুকের পেইজে লাইক বাড়াতে হয়? আপনি কি জানেন যেকোন কাউকে কিভাবে ইনভাইট করে ফেইসবুক পেইজের লাইক বাড়াবেন।
তাহলে চলুন এখানে দেখে নেই, এই আরটিকেল একটু লম্বা হবে। তবে সাথে থাকবে পিকচারসহ ফুল ইনফরমেশন। যাতে ফেইসবুকের লাইক ইনভাইট নিয়ে আপনার ভবিষ্যৎ জিবনে কোন প্রবেলেম না হয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক।
এখানে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে:
- What is Facebook Page?
- How to invite My Friend On Facebook Page?
- কিভাবে একটা ফেইসবুক পেইজ বানাতে পারেন?
- How to invite people to like a facebook page?
- কিভাবে আপনি লাইক বাড়াবেন ফেইসবুক পেইজে?
- How Do You Invite People to Like a Facebook Page
- How to invite People to Facebook Page?
- How to invite people to like a facebook page 2022
- How do i invite people to my facebook page?
- How to invite friends on facebook business page?
- How to invite someone to facebook page?
- How do you invite someone to like your facebook page?
Table of Contents
Facebook Page
ফেইসবুক পেইজের অন্যতম বিশেষত্ব হল মার্কেটিং করা। আর আমদের সবার প্রয়োজন পড়ে মার্কেটিং করার জন্য ফেইসবুক পেইজের। যাতে আমরা কোন প্রডাক্ট হোক বা অন্য কোন কিছুর জন্য আমরা ফেইসবুক পেইজ ব্যাবহার করে থাকি। ফেইসবুক পেইজ এখনকার সময় বিশাল ভুমিকা পালন করে থাকে।
আমাদের ডিজিটাল জগতে ডিজিটাল পদ্ধতি অনুসরণে রয়েছে বিশাল উপকার। আমি যদি এখানে এক এক করে এই সকল উপকারি বর্ণনা করি তাহলে হয়ত আমর আরটিকেল অনেক লম্বা হবে, যা আপনি পড়তে গেলে অমনোযোগী হয়ে যেতে পারেন।
তবে ফেইসবুক পেইজের মাধ্যমে আমরা নিজের পারসনাল কাজে ব্যবহার করতে পারি, এর মাধ্যমে দেশ থেকে বিদেশ পরযন্ত সবার কাছে আমাদের মেসেজ পোঁছাই খুব সহজে।
ফেইসবুক পেইজ এর মাধ্যমে যে সুবিধা গুলা পাওয়া যায়, তা আমাদের অরিজিনাল একাউন্ট পাওয়া যায় না। তাই ফেইসবুকের মধ্য ফেইসবুক পেইজের ভুমিকা আমার কাছে অনেক বেশি।
তাহলে বন্ধুরা ফেইসবুক পেইজ এর ছোট্ট একটা আলোচনায় আপনি বুঝতে সক্ষম হবেন আশা করি।
How to make a Facebook Page?
এখানে আপনি জানতে পারবেন কিভাবে ফেইবুক পেইজ বানাবেন। আমি আপনাদের কে খুব সহজে বলে দিচ্ছি। আপনি এই পদ্ধতি অনুসরণ করলে অবশ্যই ফেইসবুক পেইজ বানাতে সক্ষম হবেন।
১. প্রথমে আপনি ফেইসবুক একাউন্টে লগিন করে প্রবেশ করুন।
- আপনি ফেইসবুক একাউন্ট লগিন করে প্রবেশ করুন, আর যদি একাউন্ট আগে থেকে না থাকে, তাহলে একটা একাউন্ট করে নিন। তারপর আপনি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন মুল একাউন্টে।
২. আপনি ক্লিক করুন “Pages” নামের অপশনে।
- আপনি ফেইসবুক একাউন্টে প্রবেশ করার পর যখন ফেইসবুকের পেইজ বানাতে যাবেন। তখন আপনি দেখুন “Pages” নামের অপশন কোথায় রয়েছে। আর সেটায় আপনি ক্লিক করুন। আপনি যদি এন্ড্রইড, আইফোন, কম্পিউটার, এবং লেপটপ ব্যবহার করে থাকেন। তাহলে সেইম সেটিংস আপনার জন্য।
৩. এখন “Create” নামের অপশনে (+) আইকনে ক্লিক করুন।
- যখনি পেইজ বানাতে যাবেন, তখন আপনি দেখে নিবেন পেইজ নামের অপশনে ক্লিক করে “Create” নামের অপশনের পাশে (+) একটা আইকনে ক্লিক করে নিন। তাতে আপনার নতুন একটা পেইজ বানানো হয়ে যাবে।
৪. এরপর আপনি “Get Started” ক্লিক করুন।
- আপনি পেইজ বানাতে গিয়ে কয়েকটি স্টেপ কাজ করে এসে, দেখতে পারবেন -“Get Started” নামের অপশন। সেখানে আপনি ক্লিক করুন। তাহলে আপনার পেইজ খুলার কাজ শুরু হয়ে গেল।
৫. আপনি বক্স “পেইজের নাম ” লিখুন।
- আপনি দেখবেন-“What Do You Want to name this Page? ” লিখার নিচে একটা বক্স, সেখানে আপনি বক্সটি আপনার পেইজের নাম দিয়ে ফিলাপ করুন।
৬. এরপর যেকোনো ক্যাটাগরি সিলেক্ট করুন।
- এখানে আপনি দেখবেন বলছে যে আপনি কি রকম পেইজ বানাচ্ছেন, সেই সম্মন্ধে আপনি এখানে যেকোনো ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। আপনি সিলেক্ট করে নিন। তারপর নেক্সট ক্লিক করুন।
৭. এরপর আপনি ধাপে ধাপে কাজ কম্পলিট করুন।
- বাকি কাজ সমুহ একেইবারে সহজ আপনি পড়ে পড়ে কাজ কম্পলিট করুন এবং ফিলাপ করুন।
এই হল সহজ পদ্ধতিতে ফেইসবুক পেইজে বানানোর কাজ। আপনি নিজে ও চাইলে সেই কাজগুলা একবার করে নিলে। আর কোন দিন প্রবেলেমে পড়বেন না।
How to Invite People to Like a Facebook Page?
এখন আমরা জানব কিভাবে একটি ফেসবুক পেজ লাইক লোকেদের আমন্ত্রণ জানাতে পারবেন?এই বিষয় নিয়ে নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা রয়েছে:
১. প্রথমে আপনি ফেইসবুক একাউন্টে লগিন করুন.
- আপনার যদি ফেইসবুক একাউন্ট থাকে, তাহলে আপনি লগিন করে নিন। আর যদি ফেইসবুক একাউন্ট না খুলা থাকে, তাহলে আপনি ফেইসবুক একাউন্ট খুলে নিন। আপনার ইমেইল এবং পাসওয়ার্ড বসিয়ে আপনি প্রবেশ করুন।
২. আপনার ফেইসবুক পেইজে প্রবেশ করেন।
- আপনি ফেইসবুক একাউন্ট লগিন করার পর ফেইসবুক পেইজে প্রবেশ করবেন। তাহলে আপনার ফেইসবুক পেইজে ওপেন করুন।
৩. আপনি “Invite Friends” অপশনে ক্লিক করুন।
- আপনি ফেইসবুক PAGE DASHBOARD প্রবেশ করুন। এরপর আপনি নিচের দিকে যাবেন। নিচে যাওয়ার পর দেখুন কোথায় “Invite Friends” অপশন লিখা আছে। সেখানে আপনি ইনভাইট ফ্রেন্ডস ক্লিক করুন।
৪. Friends অপশনের পাশে “Select All” অপশনে ক্লিক করুন।
- আপনি ফ্রেন্ডস অপশনের পাশে সিলেক্ট অল অপশনে ক্লক করে সকল ফ্রেন্ডস সিলেক করে নিন।
৫. এখন আপনি “Send Invitations” ক্লিক করুন।
- আপনি এখানে নিজের চাহিদা অনুযায়ী সকল ফ্রেন্ডসদের কে আমন্ত্রণ করতে পারবেন, নতুবা কিছু সংখ্যক লোকদেরকে আমন্ত্রন জানাতে পারেন। এখানে আপনি আমন্ত্রন জানাচ্ছেন কাদেরকে? তা আমি বলছি আপনার এখানে ফেইসবুক মেইন একাউন্ট এর যে সকল ফ্রেন্ডস রয়েছে। সেই সকল ফ্রেন্ডসদের কে আপনি নিজের পেইজের লাইক করার জন্য আমন্ত্রন করলেন।
৬. ফেইসবুক পেইজের আমন্ত্রন কাজ সম্পন্ন হল।
- এখন আপনার ফ্রেন্ডসদেরকে ফেইসবুকের পেইজের লাইক করার জন্য কাজ টা আমরা সহজে সম্পন্ন করতে সক্ষম হলাম। তাই না?
Invite Someone To Facebook Page
এখন কথা হল: আপনি কিভাবে অন্য ফ্রেন্ডসদেরকে আপনার পেইজের মাধ্যমে আমন্ত্রন জানাবেন লাইক করার জন্য. অথবা যেকাউকে আপনি কিভাবে ফেইসবুক পেইজের লাইক করার জন্য আমন্ত্রন করবেন। সেই প্রসেস আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটু ধর্য ধরুন। আমি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি।
আপনি যদি একটা ফেইসবুক পেইজের লাইক অধিক অংশে বাড়াতে চান। তাহলে আপনি কয়েকটি কাজ করে নিতে পারেন। আর এই কাজ সমুহ আপনার আমার কাছে খুবই প্রিয় হবে। কারন সহজতম বিষয় নিয়ে আমরা অনেকে ঘাটাঘাটি করি না।
তাহলে আপনি জানতে চাচ্ছেন তো? আমি মনে করি আপনি অবশ্যই হ্যা উত্তর দিয়েছেন। তাইতো আমি এই আর্টিকেলটি লিখা হল শুধুমাত্র আপনার জন্য। আপনি চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন। যাই হোক আসল কথায় আসি।
স্টেপ ০.১
১ আপনি নিজের পেইজ ওপেন করুন।
- আপনি যে পেইজের লাইক বাড়ানোর জন্য অন্য লোকদেরকে আমন্ত্রন জানাতে চাচ্ছেন। সেই জন্য আপনাকে যে কাজ করতে হবে, প্রথমে আপনি আপনার ফেইসবুক পেইজে প্রবেশ করুন।
২. এরপর আপনি পেইজ URL কপি করুন।
- আপনার ফেইসবুক পেইজের URL টি কপি করুন, কিভাবে করবেন? আপনি যেকোন মাধ্যমে ফেইসবুক পেইজে প্রবেশ করলেন, তখন উপরে আপনি এই পেইজের URL দেখতে পারবেন। সেখান থেকে কপি করে নিন। আর যদি আপনি কোন ধরনের ফোন ব্যবহার করেন, তাহলে শেয়ার অপশনে ক্লিক করে আপনার লিনকটি কপি করে নিন।
৩. আপনার ফেইসবুক একাউন্টে , ফেইসবুক গ্রুপে URL শেয়ার করুন।
- আপনি যে URL টি কপি করে রেখেছেন,সেই URL টি প্রথমে আপনি নিজের ফেইসবুক একাউন্টে শেয়ার করুন। তারপর আপনি বেশি বেশি গ্রুপে জইন করে, নিজের কপি URL টি সকল গ্রুপে শেয়ার করুন। এবং ইন্টারেস্টিং ছন্দের মাঝে পেইষ্ট করে দিন।
৪. এরপর আপনার লাইক বাড়ানো কাজ শেষ।
- এখন দেখবেন আপনি খুব সহজে গেইন করতে পারছেন বেশ কিছু লাইক আপনার ফেইসবুক পেইজের। যা আপনার কল্পনার বাহীরে।
স্টেপ ০.২
আপনি চাইলে নিজের ফ্রেন্ডসদের মাধ্যমে আপনার পেইজের লিনক দিয়ে আমন্ত্রন জানাতে পারেন। অথবা আপনি চাইলে মেসেজ করে লিনকটি দিয়ে লাইক করার জন্য বলতে পারেন। তাহলে আপনার কাজ হওয়ার সম্ভাবনা একটু বেশি হবে।
এই হল আপনার জেনুইন ফেইসবুক পেইজে অন্য লোকের লাইক পাওয়ার জন্য সহজ প্রসেস। আশা করি ভালো কাজ করবে।