কিভাবে ফেইসবুক মেসেঞ্জারে ভিডিও চ্যাট ব্লক করবেন – How to Block Video Chat on Facebook Messenger: How to Block Video Chat on Facebook Messenger, আপনি খুব সহজে ফেইসবুকের মেসেঞ্জার এর ভিডি চ্যাট ব্লক করতে পারবেন। আর সেটা কিভাবে করবেন সকল পদ্ধতি নিচে দেয়া হবে।
Facebook মেসেঞ্জার হল Facebook দ্বারা তৈরি একটি মেসেজিং প্ল্যাটফর্ম যা আপনাকে আপনার Facebook বন্ধুদের এবং অন্যান্য Facebook ব্যবহারকারীদের আরও দক্ষ উপায়ে বার্তা পাঠাতে সাহায্য করে। প্ল্যাটফর্মটি আপনাকে নিয়মিত পাঠ্য, কল এবং ভিডিও কল পাঠাতে দেয়।
আপনি যদি কল বৈশিষ্ট্যটি ব্যবহার করেন, কিন্তু ভিডিও কল পছন্দ করেন না, তাহলে সম্ভাবনা রয়েছে যে আপনি এটি বন্ধ করতে চান এবং শুধুমাত্র নিয়মিত অডিও কল ব্যবহার করতে চান যাতে কেউ আপনাকে দেখতে না পারে।
তবে আপনি যদি চান ফেইসবুকের মেসেঞ্জারের ভিডিও কল ব্লক করতে, যেকোন ব্যক্তি অথবা পুরো সকল পারসন কে ব্লক করতে।
তাহলে Block Video Chat on Facebook Messenger করার জন্য কিছু পদ্ধতি ফলো করে নিতে পারেন। আর এই সুযোগ সকল ধরনের ডিভাইসের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
ভাগ্যক্রমে, Facebook আপনাকে ডেস্কটপ সাইটে এটি করার অনুমতি দেয়। আপনি যদি সাধারণভাবে কলগুলি গ্রহণ না করেন তবে আপনি পৃথকভাবে ব্লক বা নিঃশব্দও করতে পারেন, যাতে তারা কল করতে সক্ষম হবে না, অথবা তারা কল করলে আপনাকে জানানো হবে না।
দ্রষ্টব্য: এটি বন্ধ করার অর্থ শুধুমাত্র ভিডিও কল নয়, ভয়েস কলগুলিও বন্ধ হয়ে যাবে৷
How to Block Video Chat on Facebook Messenger
আপনি যদি Block Video Chat on Facebook Messenger করতে আগ্রহী হয়ে থাকেন। তাহলে আপনার জন্য কয়েকটি পদ্ধতি নিচে দেয়া হলো স্ক্রিনশট অনুযায়ী আপনি কাজটি সম্পন্ন করে নিন।
১. প্রথমে আপনি ফেইসবুকে প্রবেশ করুন।
- আপনার যদি একাউন্ট আগে থেকে করা থাকে,তাহলে ফেইসবুকে প্রবেশ করুন। আর যদি না থাকে তাহলে অবশ্যই একাউন্ট বানিয়ে নেন।
২. আপনি মেসেজ অপশনে প্রবেশ করুন।
- আপনি যখনি ফেইসবুক প্রবেশ করবেন, তখন প্রথমে চলে যান আপনি মেসেঞ্জারে। তাহলে আপনার উদ্দেশ্য সফল হবে।
৩. আপনি ভিডিও/ভয়েস চ্যাট চলে যান।
- আপনি মেসেঞ্জারে প্রবেশ করার পর যে ব্যক্তির ভয়েস/ভিডিও কল ব্লক করতে চান। সেই ব্যাক্তির চ্যাটে প্রবেশ করুন।
৪. এরপর আই বাটনে ক্লিক করুন।
- আপনি যখনি ব্যক্তির চ্যাটে প্রবেশ করলেন। তখন আপনি উপরের আই বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে আরেকটা উন্ডও ওপেন হবে।
৫. নিচের দিকে ব্লক অপশনে ক্লিক করুন।
- এখানে আপনি আই বাটনে ক্লিক করলে অনেক ক্যাটাগরি দেখতে পাবেন, সেখান থেকে ব্লক নামের অপশনে আপনি চাপ দিন।
৬. এরপর “Block Message and Calls” ক্লিক করুন।
- আপনি ব্লক অপশনে ক্লিক করে যখনি প্রবেশ করবেন নতুন ওইন্ডও তে। তখন আপনি দেখবেন দুটি অপশন ১. Block Massage and Calls ২. Block on Facebook নামের অপশন। আপনি সিলেক্ট করুন প্রথম নাম্বারে।
৭. এখন শুধুমাত্র “Block” অপশনে চাপ দিন।
- আপনি দেখে নিবেন শুধুমাত্র আপনার সামনে একটা পপাপ আসবে, সেখানে লেখা থাকবে “Block” নামের অপশন। আপনি শুধুমাত্র ” Block” অপশনে ক্লিক করুন।
৮. এখন আপনার Block Video Chat on Facebook Messenger কাজ হয়ে গেল।
এই ছিল আপনার এন্ড্রইড ফোনে জন্য সহজ টিপস Block Video Chat on Facebook Messenger, এখন বলব আপনি কিভাবে Block Video Chat on Facebook Messenger on Chrome.
ভিডিও কল বন্ধ করা হচ্ছে
1. আপনার ওয়েব ব্রাউজারে Facebook-এ যান।
2. নীচে-ডান কোণে, সেটিংস কগ নির্বাচন করুন৷
3. ভিডিও/ভয়েস কল বন্ধ করুন নির্বাচন করুন।
4. আপনি কতক্ষণ এটি বন্ধ করতে চান তা নির্বাচন করুন৷
5. অক্ষম নির্বাচন করুন।
ব্যক্তিদের থেকে ভিডিও কল বন্ধ করা হচ্ছে
কাউকে নিঃশব্দ করা
1. ‘মেসেঞ্জার’ অ্যাপ খুলুন।
2. আপনার কথোপকথনের মধ্যে সেই ব্যক্তিকে খুঁজুন যাকে আপনি নিঃশব্দ করতে চান৷
3. স্ক্রিনের উপরের-ডানদিকে কোণায় ‘I’-এ আলতো চাপুন৷
4. উপরের-ডান কোণায়, ব্যক্তির প্রোফাইল ছবির ঠিক নীচে, ‘নিঃশব্দ’ এ আলতো চাপুন৷
5. আপনি এই ব্যক্তির সাথে কথোপকথনটি কতক্ষণ নিঃশব্দ করতে চান তা স্থির করুন৷
- আপনি এটি করতে পারেন ‘যতক্ষণ না আমি এটি আবার চালু করি’, যা এখন পর্যন্ত, কারও ফেসবুক মেসেঞ্জার কল উপেক্ষা করার জন্য সেরা বিকল্প। মিউট করার অর্থ হল যখন তারা আপনাকে কল করবে তখন আপনাকে জানানো হবে না।
কাউকে ব্লক করা
1. মেসেঞ্জার অ্যাপ খুলুন।
2. আপনি যাকে মেসেঞ্জারে ব্লক করতে চান তাকে খুঁজুন।
3. উপরের-ডান কোণায় ‘I’-এ আলতো চাপুন।
4. ব্লক নির্বাচন করুন।
5. শুধুমাত্র মেসেঞ্জারে বা ফেসবুকে সম্পূর্ণরূপে তাদের ব্লক করতে বেছে নিন
।
How to Block Video Chat on Facebook Messenger 2022
1. First you log in to Facebook.
2. You enter the message option.
3. You go to video / voice chat.
4. Then click on the (i) button.
5. Click on the block option at the bottom.
6. Then click “Block Message and Calls”.
7. Now just click on the “Block” option.
8. Now your Block Video Chat on Facebook Messenger is done.
Thanks
Keyword
how to turn off audio video call on facebook messenger,how to disable audio video call on messenger,facebook messenger,how to disable facebook messenger call,how to turn off facebook messenger call on android,how to block video call on messenger,how to stop voice video calls on facebook messenger,how to disable calls on messenger android/ios!,disable audio video call facebook messenger,how to block video calls on facebook messenger,how to block someone on messenger